কার্যকরী কমিটির বিশেষ সভায় আহ্বায়ক ও উপকমিটি গঠন ।। সম্মিলিতভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বাংলাদেশ সোসাইটির প্রস্তুতি শুরু
নিউইয়র্ক : প্রবাসে বাংলা ভাষার বিস্তার এবং ভাষা শহীদদের স্মরণে প্রতিবছরের মত এবারো সম্মিলিতভাবে বাংলাদেশের মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে বাংলাদেশি কমিউনিটির আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি ইন্ক। আগামী ২১ ফ্রেব্রুয়ারি উডসাইডের গুলশান টেরেসে এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। স্থানীয় সময় রোববার বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে নবনির্বাচিত কার্যকরী কমিটির বিশেষ সভায় দিবসটি পালনে আহ্বায়ক ও বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।
বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ এম. কে. জামানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম হাওলাদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, গণসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সাহিত্য সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব, কার্যকরী সদস্য মঈনুল উদ্দীন মাহবুব,আজাদ বাকির,সাদী মিন্টু, আবুল কাশেম চৌধুরী ও সরোয়ার খান বাবু।
সভায় সম্মিলিতভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম হাওলাদারকে আহ্বায়ক করে ১৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী সদস্য সচিব, সহ-সভাপতি আব্দুল খালেক খায়ের প্রধান সমন্বয়কারী এবং সহ-সাধারণ সম্পাদক সৈয়দ এম কে জামান সমন্বয়রকারী এবং সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, সমাজকল্যাণ সম্পাদক নাদির এ আইয়ুব, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক নওশেদ হোসেন, কার্যকরী সদস্য মঈনুল উদ্দিন মাহবুব ও আবুল কাশেম চৌধুরীকে কমিটির সদস্য করা হয়েছে।
সভায় স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক আহসান হাবিব ও কার্যকরী সদস্য সরোয়ার খান বাবুর সমন্বয়ে নিবন্ধন উপ-কমিটি, সাহিত্য সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, গণসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ এবং কার্যকরী সদস্য সাদী মিন্টুর সমন্বয়ে স্মরণিকা উপকমিটি এবং সাংস্কৃতিক সম্পাদক মনিরা রায়, কার্যকরী সদস্য ফারহানা চৌধুরী ও আজাদ বাকিরের সমন্বয়ে সাংস্কৃতিক উপকমিটি গঠন করা হয়েছে।
সভায় আগামী ৫ ফেব্রুয়ারি থেকে প্রবাসের সকল আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, রাজনৈতিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নিবন্ধন কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়। ১০০ ডলার নিবন্ধন ফি দিয়ে নিবন্ধন কমিটির কাছ থেকে রশিদ সংগ্রহ করতে হবে। এছাড়া আগামী ৫ ফেব্রুয়ারি রোববার বিকাল ৫টায় বাংলাদেশ সোসাইটি ভবনে প্রবাসের সকল সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা আহ্বান করা হয়েছে। সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে স্মরণিকায় লেখা ও বিজ্ঞাপন পাঠাতে আগ্রহীদের স্মরণিকা উপকমিটির সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।