দেড় শতাধিক সংগঠন নিয়ে এবার একুশ উদযাপন করবে বাংলাদেশ সোসাইটি
নিউইয়র্ক: জালালাবাদ এসোসিয়েশনসহ প্রবাসের প্রায় দেড় শতাধিক সংগঠনকে নিয়ে এবার যথাযোগ্য মর্যাদায় অমর একুশে উদযাপন করবে বাংলাদেশ সোসাইটি। এ উপলক্ষে গত ৭ ফেব্রুয়ারি বিভিন্ন সংগঠনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোসাইটির কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু। সভা পরিচালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার।
দীর্ঘ আলাপ-আলোচনা, মতামত উপদেশ, অনুরোধ ফুটে উঠে কমিউনিটির নানা পর্যাায়ের নেতৃবৃন্দের বক্তব্যে।
সভায় সোসাইটির কর্মকর্তাসহ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ ইউএস’এর সভাপতি আজিমুর রহমান বুরহান, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সভাপতি মাসুদুল হক সানু, আরটিভি’র কাজী শামসুল হক, নর্থবেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি ড. আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোঃ রফিকুজ্জামান তনু, বরিশাল বিভাগীয় সমিতি উপদেষ্টা মোঃ মাহবুবুর রহমান, কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমান, কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি মোঃ আবু মুসা ও সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, বিক্রমপুর-মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমিন সিদ্দিকী, নারায়ণগঞ্জ সমিতির সভাপতি শামসুল আলম লিটন, ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকার সভাপতি মোঃ রইছ উদ্দিন, কুমিল্লা সোসাইটি ইউ এস এ ইনক’র সাধারণ সম্পাদক এম ইসলাম, বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক মিয়া মোঃ দুলাল, ব্রাহ্মণবাড়িয়া সোসাইটির সাধারণ সম্পাদক হাকিম খান, গজারিয়া প্রবাসী সমিতির সোহরাব হোসেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এলামনাইয়ের এলিন মো. নাজমুল হোসেন, শেরপুর জেলা সমিতির ফেরদৌস কামাল, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজন রায়, জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাবের সভাপতি এম এ রহমান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোসাইটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির কর্মকর্তা মহিউদ্দিন দেওয়ান, ফারুক হোসেন মজুমদার, মোহাম্মদ আলী, ওসমান চৌধুরী, সৈয়দ এমকে জামান, একেএম রফিকুল ইসলাম ডালিম, মফিজুল ইসলাম রুমি, নাসির উদ্দিন, কাজীতোফায়েল ইসলাম, সৈয়দ এনায়েত আলী, সিরাজুল হক জামাল, ওয়াহিদ কাজী এলিন, আবুল কাশেম চৌধুরী, সৈয়দ ইলিয়াস খসরু।
৫০ ডলার রেজিস্ট্রেশন ফি ধার্য করে সোসাইটির কর্মকর্তারা জানান, প্রায় দেড় শতাধিক সংগঠন আমরা আশা করছি। ২০ ফেব্রুয়ারি মধ্যরাতে প্রথমে বাংলাদেশ সোসাইটির পুস্তস্তবক প্রদানের মধ্য দিয়ে শুরু হবে সংগঠনগুলোর পুস্প প্রদান।
সভায় সিদ্ধান্ত হয়েছে একে একে কনসাল জেনারেল,আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ জালালাবাদ এসোসিয়েশন, জেবিবিএ, জ্যাকসন হাইটস এলাকাবাসী, জ্যাকসন হাইটস ক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কৃষি বিদ্যালয় এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক প্রদান করবেন।
এবার বাংলাদেশ সোসাইটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি ও ব্রঙ্কসে বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের নেতৃত্বে পালন করা হচ্ছে মহান একুশ।
সূত্র: সাপ্তাহিক বাঙালী