বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ সোসাইটির মহান বিজয় দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের ৫২তম মহান বিজয় দিবস উদযাপন করেছে প্রবাসের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি ইন্ক। গত ১৮ ডিসেম্বর রোববার সন্ধ্যায় ওজোনপার্কের রকওয়ে বুলেভার্ডের দেশি সিনিয়র সেন্টার মিলনায়তনে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এরমধ্যে ছিল শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ও বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, অনুষ্ঠানের সদস্য সচিব আবুল কালাম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাইনুল উদ্দিন মাহবুব ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন সংগঠনের কার্যকরী সদস্য আবুল বাশার ভূঁইয়া এবং গীতা পাঠ করেন স্কুল ও শিক্ষা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য। এসময় মহান মুক্তিযুদ্ধের সময় আত্মত্যাগী সকল শহীদদের প্রতি ও একুশের ভাষা আন্দোলন থেকে বাংলাদেশের গণতান্ত্রিক সকল আন্দোলনে নিহত শহীদদের প্রতি এবং গত করোনা মহামারীতে প্রয়াত বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ, সহ-সভাপতি আব্দুল খালেক খায়ের, কার্যকরী সদস্য আজাদ বাকিরসহ প্রয়াত সোসাইটির সকল কর্মকর্তার স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

বাংলাদেশ সোসাইটি কর্তৃক পরিচালিত বাংলা স্কুলের নতুন প্রজন্মের শিশুরা উদ্বোধনী পরিবেশনায় অংশ নেন। তারা পরিবেশন করেন মুক্তিযুদ্ধের কবিতা ও দেশের গান। তাদের সম্মিলিত পরিবেশনা ছিলো মনোমুগ্ধকর।

অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী বাংলা স্কুলের শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন। মঞ্চে উপস্থিত বীর মুক্তিযুদ্ধারা সহ অন্যান্য অতিথি ও ট্রাস্টি বোর্ড এবং কার্যকরী কমিটির কর্মকর্তারা‌।

অনুষ্ঠানে প্রধান অতিথি নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, দীর্ঘ নয় মাসের মুক্তি সংগ্রামে ৩০ লাখ শহীদের রক্ত এবং দুই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে প্রবাসে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরতে হবে। তিনি এ ব্যাপারে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। এসময় তিনি বলেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এই এগিয়ে যাওয়ার পিছনে প্রবাসীদের রয়েছে বিশাল ভূমিকা। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশ এখনো একটি ভালো অবস্থানে রয়েছে। এই অবস্থানকে আরো শক্তিশালী করতে সকল প্রবাসীর অব্যাহত সহযোগিতা কামনা করেন। একই সাথে সবাইকে বৈদ্য মাধ্যমে টাকা পাঠানোর অনুরোধ জানান।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ফারুক চৌধুরী, বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার ও ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বোরহান, ট্রাস্টি বোর্ডের সদস্য শরাফ সরকার, ট্রাস্টি বোর্ডের সদস্য ওয়াসি চৌধুরী, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন ও রুহুল আমিন সরকার, বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, বাহা উদ্দিন, ফিরোজুল ইসলাম চৌধুরী, হাজী আব্দুর রহমান, আলহাজ বাবর উদ্দিন, বিয়ানীবাজার সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হক মাহবুব, জামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, সোসাইটির সাবেক কর্মকর্তা আবু নাসের, কাজী তোফায়েল ইসলাম, মফিজুল ভূঁইয়া রুমি, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক রোকন হাকিম, শহীদ পরিবারের সন্তান আমিনুল হোসেন। সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন, শেখ আতিকুল ইসলাম, মিজানুর রহমান, ফখরুদ্দিন ভূঁইয়া, রেজাউল আলম অপু, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি আতাউল আলম ও সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাবেক ভিপি জহিরুল ইসলাম মোল্লা, মোতাহার হোসেন, রাজনীতিবিদ লুৎফুর কাদির, ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি আব্দুল কাদের, রাজনীতিবিদ ও লেখক শামসুদ্দিন আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুল ও উত্তরীয় তুলে দিয়ে সম্মান জানান সোসাইটির কর্মকর্তারা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সন্তান বিয়ানীবাজার উপজেলার ফতেপুর গ্রামের শহীদ আলতাফ হোসেনের ভাই আমিনুল হোসেনকে ফুল ও বিশেষ উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ও অনুষ্ঠানের আহ্বায়ক সহ অতিথিবৃন্দ।

সাংস্কৃতিক পর্ব সঞ্চালনা করেন বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক ডা. শাহনাজ লিপি। এই পর্বে ছিল নৃত্যাঞ্জলি ড্যান্স গ্রুপের নৃত্য ও বিভিন্ন শিল্পীর সঙ্গীত পরিবেশনা।

বাংলা স্কুলের শিক্ষার্থীদের মধ্যে যারা বিভিন্ন পরিবেশনায় অংশ নিয়েছেন, তারা হলেন- ফাসির কবীর, সাজমান আল শারকিয়া, আরিয়ান খান, আরাবি খান, ইসমি, আল হেনা শেখ, মিসকাতুন জান্নাত, মালিহা নিসা, আতিফা মিয়া, জায়েদ তাহিম, সামিরাহিম শেখ, মারিফ বিশ্বাস, সাবিহা নাবা, মুনতাহা শেখ, সারাহ সুলতানা চৌধুরী ও অর্পনা শেখ।

বাংলাদেশ সোসাইটির বিজয় দিবস উদযাপন আয়োজনে আরো যারা ছিলেন তারা হলেন- অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী আবুল বাশার ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাইনুল উদ্দিন মাহবুব, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ টিপু খান, সমন্বয়কারী প্রদীপ ভট্টাচার্য, মো. আখতার বাবুল, শাহ মিজানুর রহমান ও মোহাম্মদ টিপু।

বিজয় দিবসের অনুষ্ঠানটি স্পন্সর করে সহযোগিতা করেন দেশি সিনিয়র সেন্টারের পরিচালক মিসবাহ আবদিন, সোসাইটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও ট্রাস্টি বোর্ড সদস্য জামাল আহমেদ জনি, ট্রাস্টি বোর্ড সদস্যা ওয়াসী চৌধুরী, সোসাইটির নির্বাচন কমিশন সদস্য আনোয়ার হোসেন ও কাসারুজ্জামান কয়েস, সোসাইটির সাবেক কর্মকর্তা কাজী তোফায়েল ইসলাম, মফিজুল ভূঁইয়া রুমি, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল, আল আমান জামে মসজিদের সাবেক সভাপতি কবির চৌধুরী এবং স্মার্ট স্টাফিং সার্ভিসের কণধার দুলাল বেধু।

বিজয় দিবসের অনুষ্ঠান সফল করায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিদক সম্পাদক ডা. শাহনাজ লিপি, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সাহিত্য সম্পাদক ফয়সাল আহমদ, কার্যকরী সদস্য সুশান্ত দত্ত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Copyright ©2016 Bangladesh Society Inc. All Rights Reserved. ★ Site Last Updated: 11-09-2022