ঘোষণা

বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিলে মানুষের ঢল

নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটির বার্ষিক ইফতার মাহফিলে ঐক্যবদ্ধ কমিউনিটির গড়ার উপর গুরুত্বারোপ করা হয়েছে। সেই সাথে আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ প্যারেড’ আয়োজন অনুষ্ঠানের মধ্য দিয়ে কমিউনিটি ঐক্যবদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। গত ৯ মার্চ রোববার উডসাইডের জয়া পার্টি হয়ে আয়োজিত সোসাইটির কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিলে সোসাইটির কর্মকর্তারা এমন আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, সোসাইটির বিগত নির্বাচনে বিজয়ী ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী ইশতেহার মোতাবেক বাংলাদেশী অধ্যুষিত নিউইয়র্ক সিটির ৫ বরোর মধ্যে তিন বোরোতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল আয়োজনের প্রথম পর্ব জয়া পার্টি হলে আয়োজন করা হয়। ধর্মীয় আবহে ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে নিউইয়র্কের সর্বস্তরের প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশী অংশ নেন বলে সোসাইটির কর্মকর্তারা জানান। অনেকে সপরিবারেও যোগ দেন। ফলে অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলায় পরিণত হয়। খবর ইউএনএ’র।

বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা এবং বিশেষ অতিথি ছিলেন গোল্ডেন এইজ হোম কেয়ার এর স্বত্তাধিকারী ও সাপ্তাহিক আজকাল সম্পাদক লায়ন শাহ নেওয়াজ। আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন সি লু, অ্যাসেম্বলীওমান জেনিফার রাজকুমার, সিটি মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার। পরে ইফতারের পূর্ব মুহূর্তে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সোসাইটির সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী। এসময় মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার প্রতিযোগিতায় বিজয়ী নতুন প্রজন্মদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অতিথি ও সোসাইটির কর্মকর্তারা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই পর্ব পরিচালনা করেন সোসাইটির সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী। এসময় প্রতিযোগিতার বিচারক শেখ রফিক আহমদ রেফায়ী, ইব্রাহিম কামারা, হাফীজ আবু তাহের ও মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিজয়ী ছেলেরা হলো- তুহিন মোজাহিদুল ইসলাম, ওয়ালী রাহিম, আব্দুর রহমান সালেহ। আর মেয়েদের মধ্যে ইয়াহিয়া মিজদাদ, মোশরাকী আলম, মেহের মারিয়াম মোনওয়ারা জয়ী হয়। উল্লেখ্য, কেরাত প্রতিযোগিতা পরিচালনা করেন মোহাম্মদ শহীদুল্লাহ। সিটির তিন বরো থেকে ১১৫ জনের ওপরে নতুন প্রজন্মের প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়।

এছাড়াও অনুষ্ঠানে সোসাইটির সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ বিশেষ অতিথিদের মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হয়। বিশেষ করে একটি অনুষ্ঠানে সোসাইটির প্রায় সকল সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ও কর্মকর্তাদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোসাইটির সাবেক সভাপতি ডা. মাঈনুল ইসলাম মিয়া, ডা. ওয়াদুদ ভুইয়া ও নার্গিস আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার ও রুহুল আমিন সিদ্দীকী, উপদেষ্টা আজিমুর রহমান বুরহান ও ওয়াসী চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, অনুষ্ঠান আয়োজক আহবায়ক কামরুজ্জামান কামরুল ও প্রধান সমন্বয়কারী এ বি সিদ্দিক পাটোয়ারী।

অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য এবং ঠিকানা গ্রæপের চেয়ারম্যান এম এম শাহীন, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি মনোয়ারুল ইসলাম, সহ সোসাইটির সাবেক সভাপতি যথাক্রমে ডা. মইনুল ইসলাম মিয়া, নার্গিস আহমদ, ডা. ওয়াদুদ ভুইয়া, আক্তার হোসেন ও আব্দুর রব মিয়া, ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বুরহান, আব্দুল হাসিম হাসনু ও মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক সাধারণ সম্পাদক রাব্বী মোহাম্মদ খোকন, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূইয়া রুমি, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাবেক কোষাধ্যক্ষ নওশাদ হোসেন, সাহিত্য সম্পাদক হাসান জিলানী, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, কার্যকরী পরিষদ সদস্য জাহাঙ্গীর সরোয়ার্দী, সাবেক কর্মকর্তা সালামত উল্যাহ, কাজী আজহারুল হক মিলন, ফারুক হোসেন মজুমদার, সৈয়দ এম কে জামান, তপন জামান, কাজী শাখাওয়াত হোসেন আজম, কাজী তোফায়েল ইসলাম, মাইনুল উদ্দীন মাহবুব, ফারহানা চৌধুরী, সারওয়ার খান বাবু, আক্তার হোসেন, শাহ মিজানুর রহমান, নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ হাকিম মিয়া, বিশিষ্ট সংগঠক ও ফোবানা’র কর্মকর্তা আবু যুবায়ের দারা, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ডা. মাসুদুল হাসান, সালেহ আহমেদ, ইউনুস সরকার, স›দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি মামুুন মিয়াজি, আতিকুল ইসলাম জাকির, ডা. শাহনাজ লিপি ছাড়াও উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল বদরুল হোসেন খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা ও ময়নুল হক চৌধুরী হেলাল, বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদত রেজাউল আলম অপু, রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, ডা. এনামুল হক, রিয়েল এস্টেট ব্যবসায়ী নাঈম টুটুল, বিশিষ্ট ব্যবসায়ী নওশাদ হায়দার, বিশিষ্ট রাজনীতিক জসীম ভুইয়া, জেবিবিএ’র সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, এডভোকেট মজিবর রহমান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, সহ সভাপতি কামরুল ইসলাম সনি, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের উপদেষ্টা আমিন খান জাকির, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেম, শিল্পী রানো নেওয়াজ ও তানভির শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসাইন, সফি তালুকদার, বিশিষ্ট রাজনীতিক এম এ বাতিন, নূরে আলম জিকো, মাওলানা আবুল কালাম, খুলিল গ্রæপের কর্ণধার শেফ খলিলুর রহমান, ঢাকা সোসাইটি ইউএসএ’র সভাপতি দুলাল বেহেদু, এস্টোরিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, মাওলানা রশীদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ খলিলুর রহমান, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট জ্যাকব মিল্টন, তোফায়েল চৌধুরী, বক্সার সেলিম, নীরা রব্বানী, রুমানা আহমেদ, চৌধুরী সালেহ, প্রফেসর মুন্না, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, গোলাম এম হায়দার মুকুট, একেএম রফিকুল ইসলাম ডালিম, শাহাদৎ হোসেন সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Copyright ©2016 Bangladesh Society Inc. All Rights Reserved. ★ Site Last Updated: 11-09-2022