বাংলাদেশ সোসাইটির উদ্যোগে দোয়া মাহফিল ।। এনামুল মালিক ও রশিদ আহমেদকে স্মরণ
নিউইয়র্কঃ বাংলাদেশী কমিউনিটির দানশীল ব্যক্তি ও সমাজসেবক মুহাম্মদ এনামুল মালিক এবং বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি রশিদ আহমেদকে শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করলেন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীরা। গত সোমবার উডসাইডের কুইন্স প্যালেসে বাংলাদেশ সোসাইটি আয়োজিত এক স্মরণসভায় বক্তারা মরহুমদ্বয়ের কর্মময় জীবনের নানান দিক তুলে ধরেন। স্মরণসভা শেষে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
স্মরণসভায় বক্তারা মরহুম এনামুল মালিক ও রশিদ আহমেদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, এনামুল মালিক দেশ ও প্রবাসে বহু মসজিদ, মাদ্রাসা এবং ইসলামিক সেন্টারের অনুদান দিয়ে গেছেন। তিনি ছিলেন পরোপকারী ও হাস্যোজ্জ্বল একজন শুদ্ধ মানুষ। তিনি বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও অকাতরে দুঃস্থ ও অসহায়কে দান করতেন। বক্তারা রশিদ আহমেদের কর্মময় জীবন সর্ম্পকে বলেন, তিনি যা বলতেন তাই করতেন। কমিটমেন্টে দৃঢ় থাকতেন তিনি। বাংলাদেশী কমিউনিটি এনামুল মালিকের মতো দানবীর এবং রশিদ আহমেদের মতো একজন দক্ষ সংগঠককে হারালো।
স্মরণসভায় এনামুল মালিক ও রশিদ আহমেদ ছাড়াও বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠালগ্ন থেকে আব্দুর রউফ মিন্টু, এনামুল আজিম স¤্রাট, কাজী যাকারিয়া, তহুর আহমেদসহ অদ্যাবধি যেসব কর্মকর্তা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেও দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব বিশিষ্ট আলেম মাওলানা মির্জা আবু জাফর বেগ। তার সঙ্গে ছিলেন মাওলানা ফায়েক উদ্দিন এবং মাওলানা আবুল কালাম।
এর আগে স্মরণসভায় ও দোয়া মাহফিলের সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. মইনুল ইসলাম মিয়া, সাবেক সভাপতি ডা. মোহাম্মদ হামিদুজ্জামান ও কামাল আহমেদ, সাবেক সংসদ সদস্য এমএম শাহীন, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, বর্তমান কার্যকরী পরিষদের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি ফারুক হোসেন মজুমদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমকে জামান, সমাজকল্যাণ সম্পাদক কাজী তোফায়েল, প্রচার সম্পাদক মফিজুল ইসলাম ভূইঁয়া (রুমি) প্রমুখ।
দোয়া মাহফিলের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম কাজী মোজাম্মেল হক।
শোকসভায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন নাসির আলী খান পল, সৈয়দ চৌধুরী, এম এ কাইয়ূম, এডভোকেট জামাল আহমেদ জনি, ওয়াসি চৌধুরী, কাজী আজহারুল হক মিলন, প্রফেসর দেলোয়ার হোসেন, নূরুল হক, হাজী মফিজুর রহমান, আবু নাসের, মাহমুদ চৌধুরী, মোশাররফ হোসেন, মোল্লা মাসুদ, আব্দুস শহীদ, আক্তার হোসেন, আতাউল হোসেন, প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমান, নজমুল ইসলাম চৌধুরী, আব্দুল মান্নান, তোফায়েল আহমেদ চৌধুরী, আলহাজ্ব ফিরোজুল ইসলাম পাটোয়ারী, মিয়া মোহাম্মদ দুলাল, ইউনুস সরকার, সরোয়ার খান বাবু, আমানত হোসেন আমান, আতাউল আলম, সালেহ আহমেদ, সাদী মিন্টু, নূরে আলম জিকু, দেওয়ান শাহেদ চৌধুরী, এমদাদুল হক কামাল, মিজানুর রহমান মিজান, সামছুুল আলম লিটন, এডভোকেট নাসিরউদ্দিন চৌধুরী, শামীম আহমেদ, সাব্বির আহমেদ, রফিকুল ইসলাম, কবির আলী, সাখাওয়াত বিশ্বাস, আব্দুল হামিদ, মনির হোসেন, আনোয়ার হোসেন, আব্দুস সালাম প্রমূখ।
সূত্র:দৈনিক ইত্তেফাক