বাংলাদেশ সোসাইটির মতবিনিময় সভায় বিমানমন্ত্রী ।। নিউইয়র্ক-ঢাকা রুটে বিমান চালু প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র সফররত বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেনর, নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রতিশ্রুতি। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অথরিটির (এফএএ) অডিট রিপোর্ট পেলেই এ রুটে বিমান চালু হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, এজন্য আগামী সেপ্টেম্বর মাস থেকে নতুন বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রবাসে বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি কার্যালয়ে গত ১৫ জুলাই অনুষ্ঠিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন এসব কথা বলেন।
বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মইনুল ইসলাম মিয়া, সাবেক সভাপতি কামাল আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম।
বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, জেএফকে এয়ারপোর্টে বাংলাদেশ বিমানের স্লট আজো বরাদ্দ রয়েছে। নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক রুটে পুনরায় বিমান চালুর ব্যাপারে গত বছর থেকেই এফএএ’র সঙ্গে দেন দরবার চলছে। ইতিপূর্বে এফএএ’র ৬৪টি আপত্তির মধ্যে প্রায় সবগুলো আপত্তিই পূরণ করা হয়েছে। এখন মাত্র ১৬টি আপত্তি পূরণের পথে রয়েছে। আশা করা হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই এই আপত্তিগুলোরও নিষ্পত্তি হবে এবং এরপরেই এই রুটে বিমান চালু সম্ভব হবে।
মন্ত্রী বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ ও প্রসারে প্রবাসী বাংলাদেশীদের ভূমিকা রাখার আহবান জানিয়ে বলেন, আপনাদের দেশ ভ্রমণের সময় সপরিবারে দেশের পর্যটন এলাকাগুলো ঘুরে দেখুন, পর্যটন শিল্পকে উৎসাহিত করুন।
অনুষ্ঠানের শুরুতে মন্ত্রীকে সোসাইটির কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া সভাপতি আজমল হোসেন কুনু স্বাগত বক্তব্য দেন। মন্ত্রীকে দেওয়া স্মারকলিপি পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার। পরে মন্ত্রীকে সোসাইটির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
আজমল হোসেন কুনু তার বক্তব্যে নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক রুটে বিমান চালুর দাবী ছাড়াও দুবাই-সিলেট রুটে বন্ধ হওয়া সরাসরি বিমান চালু, ঢাকায় নিউইয়র্ক প্রবাসী মনসুর রহমান হত্যা ও সিলেটে রাজন হত্যার বিচার দাবী করেন।
অনুষ্ঠানে সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য এম, কাইয়ুম ও আলাউদ্দিন ভুলু, সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান ইউসুফজাই (সালু) ছাড়াও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সোসাইটির স্মারকলিপিতে যুক্তরাষ্ট্র তথা উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের সুবিধা আর অধিকারের কথা বিবেচনা করে নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক রুটে বিমান চালুর দাবী জানানো হয়।