বাংলাদেশ সোসাইটির সম্ভাব্য নির্বাচন ২৬ জুলাই যৌথ সভায় সিদ্ধান্ত

সোসাইটি সংবাদ:- বাংলাদেশ সোসাইটি ইনকের স্থগিত হওয়া নির্বাচনের সম্ভাব্য নতুন তারিখ ২৬ জুলাই নির্ধারন করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (২৫ মে) বিকেলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটি, ট্রাস্টি বোর্ড এবং নির্বাচন কমিশনের এক যৌথ সভা এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

যৌথসভায় সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. আজিজ। সভা পরিচালনা করেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকী।

বাংলাদেশ সোসাইটি ইনক এর গণসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, যৌথ সভায় প্রবাসী বাংলাদেশিদের প্রাণের সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনকের ১৪ নভেম্বরের নির্বাচন আদালতের নির্দেশে স্থগিত, বিভিন্ন বিষয় নিয়ে সোসাইটির বিরুদ্ধে মামলার উদ্ভূত পরিস্থিতি, পরবর্তী করণীয় এবং সার্বিক পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়‌। এ সময় বেশ কিছু বিষয় নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয় বলেও তিনি জানান।

তিনি আরো জানান, সোসাইটির স্থগিত নির্বাচন আগামী ২৬ জুলাই মঙ্গলবার পুনঃতফসিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে যদি বিশেষ কোনো কারণে ঐদিন নির্বাচন না করা যায় তবে পরবর্তী মঙ্গলবার ২ আগস্ট নির্বাচন করার ব্যাপারে ট্রাস্ট বোর্ড এবং কার্যকরী পরিষদ নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।

এসময় ট্রাস্টি বোর্ড ও কার্যকরী পরিষদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে সহযোগিতা কামনা করে নির্বাচন কমিশন।

ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সহ উপস্থিত সবাই সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

এদিকে কার্যকরী কমিটি ও ট্রাস্টি বোর্ড ছাড়াও পূর্বে গঠিত পাঁচ সদস্যের কমিটিও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।

সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য এবং নির্বাচন কমিশনের চেয়ারম্যান জামাল উদ্দিন জনি, ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বোরহান, প্রফেসর দেলোয়ার হোসেন, আব্দুল হাসিম হাসনু, ওয়াসি চৌধুরী, শরাফ সরকার ও মোস্তফা কামাল পাশা বাবুল।

নির্বাচন কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হাকিম মিয়া, আনোয়ার হোসেন, কাওসারুজ্জমান ও রুহুল আমীন সরকার।

ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক এম কে জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক নাদির এ আইয়ুব, স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব, কার্যকরী সদস্য ফারহানা চৌধুরী, মঈনুল উদ্দিন মাহবুব, সাদী মিন্টু ও আবুল কাশেম চৌধুরী।

Copyright ©2016 Bangladesh Society Inc. All Rights Reserved. ★ Site Last Updated: 11-09-2022