যুক্তরাষ্ট্রজুড়ে প্রার্থনা দিবসে বাংলাদেশ সোসাইটির দোয়া মাহফিল অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জন্য রবিবার ৩রা সেপ্টেম্বর ২০১৭ ইং, প্রেসিডেন্ট ট্রাম্প সমগ্র যুক্তরাষ্ট্রজুড়ে প্রার্থনা দিবস ঘোষণা করেন।
বাংলাদেশ সোসাইটি এই দিবসের সাথে একাত্মতা প্রকাশ করে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে। রবিবার বাদ মাগরিব উডসাইড জামে মসজিদে বিশেষ এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এবং মায়ানমারের নির্যাতিত দের জন্যও বিশেষ দোয়া করা হবে।
দোয়া মাহফিল পরিচালনা করেন উডসাইড জামে মসজিদের ইমাম আশরাফুল ইসলাম। এর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সোসাইটির সভাপতি কামাল আহমেদ। পরিচালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকি। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটি, ট্রাস্টি বোর্ড সদস্য, সাবেক কমকতা সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী।