সিলেটের বন্যার্তদের পাশে নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটি
বৃহত্তর সিলেটসহ বন্যার্তদের পাশে দাড়িয়েছে নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটি।
স্থানীয় সময় বুধবার (২২ জুন) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় পথচারী ও ব্যবসায়ীদের থেকে সাহায্য তুলেছে বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ।
বাংলাদেশ সোসাইটির ট্রাষ্ট বোর্ড চেয়ারম্যান এম এ আজিজ, ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় চৌধুরী, শিক্ষা সম্পাদক আহসান হাবিবসহ কমিউনিটির নেতৃবৃন্দ সাহায্য আদায়ে অংশ নেন।
সংক্ষিপ্ত বক্তব্যে এম এ আজিজ বলেন, দেশের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তাই যার যার সাধ্য অনুযায়ী সবাই সহায়তা করুন।
ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার বলেন, এক বেলার চা কফি কম খেয়েও আমরা দেশের অসহায় মানুষের পাশে দাড়াতে পারি।
আদায়কৃত অর্থ যথাযথ ভাবে দেশের অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে।