সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সালুর ইন্তেকাল ।। বাংলাদেশ সোসাইটির শোক

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক ফারাক্রা কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান সালু ৭৫ বছর বয়েসে ৫ ডিসেম্বর মঙ্গলবার নিউজার্সির নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সালুর মৃত্যুতে সোসাইটির কার্যকরী পরিষদ, ট্রাস্টি বোর্ড ও নির্বাচন কমিশনের সদস্যরা গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এক শোকবার্তায় সোসাইটির সভাপতি মোহাম্মদ আব্দুর রর মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ এবং প্রধান নির্বাচন কমিশনার জামাল উদ্দিন জনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং সকল প্রবাসীদের কাছে দোয়া চান যাতে মরহুমাকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।

এদিকে আজ ৫ ডিসেম্বর ৪ঃ৩০ মি (বাদ মাগরিব) জামাইকা মুসলিম সেন্টারে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। সোসাইটির কর্মকর্তা এবং তার পরিবারের পক্ষথেকে সকলকে জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

Copyright ©2016 Bangladesh Society Inc. All Rights Reserved. ★ Site Last Updated: 11-09-2022