সোসাইটির নতুন কমিটির অভিষেক ৮ জানুয়ারী ২০১৬

  • 08 Jan 2016
  • at 05:00 PM - 12:00 AM
  • Sunnyside Community Hall 41-20 Queens Blvd, Sunnyside, NY 11104

৮ জানুয়ারী সোসাইটির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।অভিষেক অনুষ্ঠান সানিসাইড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। অভিষেক অনুষ্ঠান সফল করতে মহিউদ্দিন দেওয়ানকে আহবায়ক, সৈয়দ এনায়েত আলীকে সদস্য সচিব ও ফারুক হোসেন মজুমদারকে প্রধান সমন্বয়কারী এবং ওসমান চৌধুরীকে সমন্বয়কারী করে একটি কমিটি গঠন করা হয়েছে। সোসাইটির কার্যকরী পরিষদের অন্যান্য কর্মকর্তা ও সদস্য আহ্বায়ক কমিটির সদস্য বলে গণ্য হবেন।

Copyright ©2016 Bangladesh Society Inc. All Rights Reserved. ★ Site Last Updated: 11-09-2022